বৃহস্পতিবার ০৯ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | অস্ট্রেলিয়ায় বিপর্যয়ের কাটাছেঁড়া করবে বিসিসিআই, কার ওপর কোপ পড়বে?

Sampurna Chakraborty | ০৮ জানুয়ারী ২০২৫ ১০ : ৫১Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফিতে বিপর্যয়ের পর বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আতসকাঁচের নীচে হেড কোচ গৌতম গম্ভীর এবং তাঁর সাপোর্ট স্টাফও। তবে এই ধাক্কা সামলে নেবে তিন পক্ষই। রাহুল দ্রাবিড়ের থেকে দায়িত্ব নেওয়ার পর শুধুই ব্যর্থতা জুটেছে গম্ভীরের জমানার শুরুতে। তবে এখনই তাঁর ওপর কোপ পড়ার সম্ভাবনা নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে অবশ্যই থাকছেন রোহিত এবং বিরাট। নেতৃত্ব দেবেন রোহিত। বোর্ডের এক সূত্র জানাচ্ছে, জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলেও থাকতে পারেন দুই সিনিয়র ক্রিকেটার। অন্তত তাঁদের নাম বিবেচনা করা হতে পারে। গত এক দশকে ভারতীয় দলের সাফল্যে বড় অবদান রাখেন বিরাট এবং রোহিত। টি-২০ বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা নেয়। তারপর থেকেই পারফরম্যান্স গ্রাফ পড়তে শুরু করেছে। সূত্রের খবর অনুযায়ী, এরমধ্যেই বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতা নিয়ে রিভিউ মিটিং হবে। তবে অস্ট্রেলিয়ার বিপর্যয়ের জন্য গৌতম গম্ভীরকে দায়ী করতে চাইছে না বোর্ড। 

বোর্ডের এক সূত্র জানান, 'অস্ট্রেলিয়ায় ব্যর্থতা নিয়ে একটা রিভিউ মিটিং হবে। তবে কারোর ওপর কোপ পড়বে না। একটা সিরিজে ব্যাটারদের ব্যর্থতার জন্য কোচকে ছাঁটাই করা যায় না। গৌতম গম্ভীর কোচ থাকছে। ইংল্যান্ড সিরিজে খেলবে বিরাট, রোহিত। আমাদের ফোকাস চ্যাম্পিয়ন্স ট্রফি।' নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের কর্তার কথায় বোঝা যাচ্ছে, গম্ভীর, বিরাট, রোহিতকে আরও কিছুটা সময় দিতে চাইছে বিসিসিআই। পারথে শতরান করে সিরিজের শুরুটা দারুণ করেন কোহলি। কিন্তু বাকি চার টেস্টে ব্যর্থতা। মোট ১৯০ রান করতে সক্ষম হন। একইভাবে আট ইনিংসে আউট হন তারকা ক্রিকেটার। অন্যদিকে তিন টেস্টে মাত্র ৩১ রান রোহিতের। সিরিজ শেষে দুই তারকার ভবিষ্যৎ নিয়ে গম্ভীরকে প্রশ্ন করা হয়েছিল। তিনি জানান, দু'জনেরই দেশকে প্রতিনিধিত্ব করার খিদে এবং প্যাশন রয়েছে। গম্ভীর দায়িত্ব নেওয়ার পর তিনটে লজ্জাজনক সিরিজ হার। ২৬ বছর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ হারে ভারত। ঘরের মাঠে প্রথমবার ০-৩ এ নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের পর এবার বর্ডার-গাভাসকর ট্রফিতে হার। 


#Gautam Gambhir#Virat Kohli#Rohit Sharma#BCCI#Border-Gavaskar Trophy



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ঘরোয়া টুর্নামেন্ট নয়, কাউন্টি খেলে ইংল্যান্ড সফরের প্রস্তুতি নেবেন কোহলি ...

বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত কামিন্স, কী হয়েছে অজি অধিনায়কের?...

ভারতের পরবর্তী ক্যাপ্টেন এই তারকা, গাভাসকরের ভোট পেলেন তিনি ...

ইংল্যান্ড সিরিজে প্রথম ১০ ওভার রক্ষণাত্মক রোহিতকে দেখতে চান টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ...

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের প্র্যাকটিস ম্যাচ দুবাইয়ে, পাকিস্তানের প্রস্তুতির দিকে নজর রাখছে আইসিসি ...

ইস্টবেঙ্গলকে অস্তমিত সূর্যের সঙ্গে তুলনা টুটু বসুর, পাল্টা দিলেন লাল হলুদ কর্তা ...

দ্রোণাচার্যের কাছে পাঠ নিতে দক্ষিণ আফ্রিকা থেকে মুম্বই, প্রোটিয়াদের ক্রিকেটেও অবদান রোহিতের কোচ দীনেশ লাডের ...

দলে বারংবার আসা-যাওয়া, আকাশ দীপের টেস্ট কেরিয়ার নিয়ে সন্দিহান বোর্ড কর্তা...

'মাত্র তিনটি দল খেলে, এমন বিশ্ব কোথায়', দ্বিস্তরীয় টেস্ট ক্রিকেট নিয়ে প্রশ্ন স্মিথের ...

সন্তোষ জয়ীদের সংবর্ধনা ভবানীপুর ক্লাবের, দেওয়া হল তিন লক্ষ টাকার আর্থিক পুরস্কার ...

লক্ষ্যের লক্ষ্যভ্রষ্ট! মালয়েশিয়া ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন ভারতীয় শাটলার ...

চ্যাম্পিয়ন্স ট্রফিই কি দুই মহাতারকার শেষ আইসিসি টুর্নামেন্ট?...

বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ইনস্টাগ্রামে রহস্যময় পোস্ট তারকা স্পিনারের...

নতুন বছরে প্র্যাকটিসের ধরন বদলাচ্ছেন, সাফল্যের চূড়ায় পৌঁছতে কী পদ্ধতি নিচ্ছেন নীরজ? ...

'পন্থের জায়গা কেড়ে নিয়েছে ও', ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে এই তারকাকেই দলে দেখছেন বাঙ্গার ...



সোশ্যাল মিডিয়া



01 25